লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে বিবাদমান দুটি গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আহত হয়েছেন অন্তত ২০ জন। এসময় বেশ কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও হামলা চালানো হয়েছে। স্থানীয়দের ভাষ্য, মাছঘাট, চর ও কাঁচাবাজার দখল নিয়ে গ্রুপ দুটির বিরোধ চলছিল।
সোমবার (৭ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত জেলার রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- প্রবাস ফেরত সাইজ উদ্দিন দেওয়ান (৩৮)। তিনি ওই এলাকার বাসিন্দা।
গুরুতর আহতরা হলেন- জালাল মাঝি (২৬), নাজিম হোসেন (২৯), নজরুল কবিরাজ (৪০), সুপিয়ান বেপারী (৩৪), সাইফুল (১৯), সাত্তার কবিরাজসহ (১৯) অনেকে। তাদের মধ্যে চার জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয়দের ভাষ্য, সংঘর্ষের পেছনে রাজনৈতিক কোন্দল রয়েছে। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে দলীয় আধিপত্য, মাছঘাট, মেঘনার চর এবং কাঁচাবাজার নিয়ন্ত্রণ নিয়ে উত্তেজনা চলছিল। এই দ্বন্দ্ব সকাল থেকে ধাওয়া-পাল্টা ধাওয়ার মাধ্যমে সংঘর্ষে রূপ নেয়। পরে বিকেলে ফারুক কবিরাজের ভাই মেহেদী কবিরাজের নেতৃত্বে একটি দল বাজারের নতুন ব্রিজের পাশ থেকে শামীম গাজী পক্ষের সাইজ উদ্দিন ও আবু খানকে তুলে নিয়ে বেধড়ক মারধর ও কুপিয়ে আহত করে। এরপর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সাইজ উদ্দিনকে মৃত ঘোষণা করেন। সংঘর্ষের পর খাসেরহাট এলাকায় কয়েকটি বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালানো হয়। আতঙ্কে অনেক পরিবার এলাকা ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসক কমলাশীষ রায় বলেন, সাইজ উদ্দিন হাসপাতালে আসার আগে মারা গেছেন। তার শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন ছিল। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
রায়পুর থানার অফিসার ইনচার্জ মো. নিজাম উদ্দিন ভুঁইয়া বলেন, দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধে এই সংঘর্ষ। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
লক্ষ্মীপুরখবর//এএইচ