শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
লক্ষ্মীপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছে ২৩ হাজারের বেশি শিক্ষার্থী লক্ষ্মীপুরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, হত্যা মামলায় আসামি ২০০ শেখ হাসিনার ভূত এখনো দেশে আছে, এই ভূতের নাম সংবিধান: কবি ফরহাদ মজহার বিএনপির দু’পক্ষের সংঘর্ষে উত্তপ্ত রায়পুরে ফের হামলা, অগ্নিসংযোগ লক্ষ্মীপুরে দুই গ্রুপের সংঘর্ষে নিহত এক , নেপথ্যে দখলদারিত্ব লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, আহত- ৩ লক্ষ্মীপুরে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবা’র ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ এ্যানি’র দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে তারেক রহমানের নেতৃত্বে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি রাজনৈতিক দলগুলো প্রস্তুতি নিক, নির্বাচন হবে: তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জমি বিরোধ নিয়ে আতঙ্কে এক শিক্ষক পরিবার, সেনা সদস্যদের পরিদর্শন

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে তারেক রহমানের নেতৃত্বে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

রিপোর্টার / ৩ বার দেখা হয়েছে
আপডেট বুধবার, ২ এপ্রিল, ২০২৫

লক্ষ্মীপুর প্রতিনিধি: বিএনপি’র যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে এ দেশে স্থায়ী গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এমনটিই বিএনপির প্রত্যাশা। আমাদের দাবী রয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার খুব শীঘ্রই এ দেশে একটা সাধারণ নির্বাচনের ব্যাবস্থা গ্রহণ করবেন। যেখানে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।

বুধবার (২ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে কলেজ মাঠে জেলার বর্তমান ও প্রাক্তন ছাত্রদল নেতৃবৃন্দের ঈদ পূণঃমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ্যানি আরো বলেন, যেভাবে আমরা ঐক্যবদ্ধ ছিলাম স্বৈরাচার হুসেইন মুহাম্মদ এরশাদ ও ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রামের মাধ্যমে স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে, সেই স্বাভাবিক পরিস্থিতি যেন কোনভাইে হুমকির মুখে না পড়ে। আমরা সচেতন ও সজাগ রয়েছি। তা ধরে রাখতে সাবেক ও বর্তমান ছাত্রদলের নেতাদেরও দায়িত¦ রয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ নিয়ে গভীর চক্রান্ত চলছে, গণতন্ত্রকে নস্যাৎ করার ষড়যন্ত্র ও বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচার চলছে যেন ভোটের অধিকার প্রতিষ্ঠিত না হতে পারে । এই চক্রান্ত ও ষড়যন্ত্র মোকাবেলায় সাবেক ও বর্তমান ছাত্রদল নেতাদের বলিষ্ঠ ভুমিকা রাখতে হবে, তারেক রহমানের হাতকে আরো শক্তিশালী করার জন্য যে যেখানে আছি সেখান থেকে আমাদের লক্ষ্য ও স্বপ্ন বাস্তবায়ন করতে এগিয়ে আসার আহবান জানান বিএনপির এ নেতা।

অনুষ্ঠানে জেলা ছাত্রদলের সভাপতি হাসান মোহাম্মদ ইব্রাহীমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমানসহ সাবেক ও বর্তমান নেতারা। এর আগে জাতীয় সঙ্গিত পরিবেশনের পাশাপাশি পতাকা উত্তোলন ও দলীয় সঙ্গিত পরিবেশন করা হয়।

লক্ষ্মীপুরখবর//এএইচ


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভস

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০