শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
লক্ষ্মীপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছে ২৩ হাজারের বেশি শিক্ষার্থী লক্ষ্মীপুরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, হত্যা মামলায় আসামি ২০০ শেখ হাসিনার ভূত এখনো দেশে আছে, এই ভূতের নাম সংবিধান: কবি ফরহাদ মজহার বিএনপির দু’পক্ষের সংঘর্ষে উত্তপ্ত রায়পুরে ফের হামলা, অগ্নিসংযোগ লক্ষ্মীপুরে দুই গ্রুপের সংঘর্ষে নিহত এক , নেপথ্যে দখলদারিত্ব লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, আহত- ৩ লক্ষ্মীপুরে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবা’র ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ এ্যানি’র দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে তারেক রহমানের নেতৃত্বে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি রাজনৈতিক দলগুলো প্রস্তুতি নিক, নির্বাচন হবে: তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জমি বিরোধ নিয়ে আতঙ্কে এক শিক্ষক পরিবার, সেনা সদস্যদের পরিদর্শন

রায়পুরে ২ একর আয়তনের ঘের দখল করে মাছ লুটের অভিযোগ

রিপোর্টার / ৭ বার দেখা হয়েছে
আপডেট মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে পল্লীতে খামার মালিকের ২ একর আয়তনের একটি খামার দখল করে মাছ লুট করার অভিযোগ উঠেছে।

রবিবার (১৬ মার্চ) রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরলক্ষ্মী এলাকায় এ ঘটনা ঘটে। ঘের মালিক ফারুক সর্দার স্থানীয় সহিদ মোাল্লা, সিরাজ মিয়া ও রফিক হোসেনসহ কয়েকজনকে আসামি করে হাজীমারা ফাঁড়িতে একটি লিখিত অভিযোগ করেন।

মাছের খামারের মালিক ফারুক সর্দার জানিয়য়েছে, তিনি দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের মোল্লার হাট এলাকায় ২ একর জমি ইজারা নিয়ে খামার করে মাছ চাষ করেন। রবিবার সকালে স্থানীয় প্রভাবশালী সহিদ মোাল্লার নেতৃত্বে ১০ থেকে ১২ জন লোক তার পাহারাদারে ওপর হামলা চালিয়ে মাছের ঘেরটি দখল করে পানি সেচ দিয়ে ১০ লাখ টাকার মাছ লুট করে নিয়ে যায়।

এরপর দখলকারীরা তার পাহারাদারদের মাছের খামার থেকে তাড়িয়ে দেয়। বিকালে তিনি সহিদ মোাল্লা, সিরাজ মিয়া ও রফিক হোসেনসহ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে ফাঁড়ি থানায় একটি অভিযোগ দায়ের করেন।

ওই জমির প্রকৃত মালিক সাইফুল মোল্লা জানান, আমাদের ২ একর জমি রায়পুরের মৎস্য ব্যবসায়ী ফারুক সর্দারকে তিন বছরের জন্য ইজারা দিয়েছি। তিনি জমিতে মাছ চাষ করেন। রবিবার সকালে সহিদ মোল্লা নামে এক ব্যক্তি দলবল নিয়ে এসে ঘেরটি দখল করে পানি সেচ দিয়ে মাছ ধরে নিয়ে গেছে।

তবে সহিদ মোাল্লা দাবি করেন, ফারুক সর্দার যে জমি ইজারা নিয়ে মাছ চাষ করে সেই জমি তার। আওয়ামী লীগের প্রভাব দেখিয়ে অবৈধভাবে এতদিন তার জমিতে মাছ চাষ করছিলেন। তবে তার লোকজনের ওপর কোনো হামলার ঘটনা ঘটেনি।

হাজীমারা ফাঁড়ির এসআই আব্দুল মান্নান জানান, ঘের দখল করে পানি সেচ দিয়ে মাছ লুটের অভিযোগ পেয়েছি। এ বিষয়ে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে আদালতে কোনো মামলা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে মাছ লুটের বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণ পেয়েছি। বিষয়টি আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

লক্ষ্মীপুরখবর//এএইচ


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভস

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১