নিজস্ব সংবাদদাতা, রায়পুর, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর রায়পুরে জমি হাতিয়ে নেয়ার উদ্দেশ্যে অপহরণের শিকার বিল্লাল হোসেন (৩৮) নামের এক পেইন্টারকে উদ্ধার করেছে নৌপুলিশ। সোমবার রাতে চাঁদপুর লঞ্চঘাটে ‘ইমাম হোসেন’ নামক একটি লঞ্চের কেবিন থেকে তাঁকে উদ্ধার করা হয়। এ ঘটনায় বিল্লালের ভাবিসহ তিনজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- রায়পুর পৌর দেনায়েতপুর এলাকার মুসলিম মিয়ার পুত্র নূরে আলম (৩৫), চরমোহনা গ্রামের কামরুল ইসলাম বাবুর স্ত্রী আফরোজা বেগম (৩২) এবং বামনি ইউনিয়নের সাগরদী গ্রামের খোরশেদ আলমের ছেলে দলিল লেখক সবুজ (৩৫)।
পুলিশের দাবি, জমি দখলের উদ্দেশ্যে বিল্লালের ভাবি এই অপহরণের মূল পরিকল্পনা করেন। পরিকল্পনার অংশ হিসেবে তিনি নূরে আলমকে দিয়ে অপহরণের ঘটনা ঘটান।
অপহৃত বিল্লালের স্ত্রী মুন্নি আক্তার জানিয়েছেন, সোমবার সকালে স্বামী প্রতিদিনের মতো কাজে যাওয়ার পর দুপুরে বাড়ি না ফেরায় তিনি খোঁজ নিতে শুরু করেন। স্বামীর ফোন বন্ধ পাওয়া গেলে তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন। এরপরে চাঁদপুর নৌ ফাঁড়ি থানা পুলিশ লঞ্চ কেবিন থেকে স্বামীকে উদ্ধার করার খবর জানান।
তিনি আরও জানিয়েছেন, অপহরণকারীরা বিল্লালকে হায়দরগঞ্জ এলাকা থেকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। গাড়িতে শারীরিক নির্যাতনের পর তাঁকে একটি জমির দলিলে স্বাক্ষর করানো হয়। এরপরে দলিলটি রায়পুরের দলিল লেখক সবুজের কাছে পৌঁছে দেওয়া হয়। এরপর অপহরণকারীরা লঞ্চে করে ঢাকার উদ্দেশে রওনা দেয়। লঞ্চের লোকজন বিষয়টি সন্দেহ করলে পুলিশকে খবর দেয়।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, “অপহরণের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।”
লক্ষ্মীপুরখবর//এএইচ