লক্ষ্মীপুর প্রতিনিধি: দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ, নারী নির্যাতন, ছিনতাই, ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদ, বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবীতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করছে শিক্ষাথীরা।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে শহরের উত্তর তেমুহানী এলাকা থেকে শিক্ষার্থীরা মিছিল বের করে। পরে মিছিলটি শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষ করে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। প্রায় ঘন্টাখানেক সড়ক অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যান আন্দোলনকারী শিক্ষার্থীরা।
এতে করে সড়কের দু’পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়ে দুর্ভোগে পড়েন সাধারন মানুষ। পরে ঘন্টাখানেক অবস্থান নেয়ার পর দ্রুত সময়ের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবী জানিয়ে সড়ক থেকে অবরোধ তুলে নেন তারা। এ সময় বক্তব্য রাখেন- শিক্ষার্থী বাইজিদ হোসেন, আনজেল হোসেন ও বেলাল হোসেনসহ অনেকেই।
সাধারন শিক্ষার্থীদের ব্যানারে এই কর্মসুচি পালন করা হয়। এতে লক্ষ্মীপুর সরকারী কলেজ, আদর্শ সামাদ সরকারী উচ্চ বিদ্যালয়, পলিটেকনিক্যালের শিক্ষার্থীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন বলেন- সাম্প্রতিক সময়ে দেশে ধর্ষণ, নারী নির্যাতন, ছিনতাই, ডাকাতি ও খুনের সংখ্যা লাগাতার বৃদ্ধি পেলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপরাধীকে আইনের আওতায় আনতে ব্যর্থ হচ্ছে। এমনকি স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকেও কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
স্বরাষ্ট্র উপদেষ্টা আইনশৃংখলা নিয়ন্ত্রনে আনতে ব্যর্থ হচ্ছে। তাই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবী জানান তারা। এসব বিষয়ে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। এই অবস্থা চলতে থাকলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলেও জানিয়েছেন শিক্ষার্থীরা।
লক্ষ্মীপুরখবর//এএইচ