লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে জামায়াতের আমির শফিকুর রহমান বলেছেন, দুর্নীতি-দুঃশাসন কোনো যুবকরা সয্য করতে পারেনা। তারা হয়তো শহীদ নয়ত গাজী হবে। সোনার বাংলা কায়েম করেতে গিয়ে শোষন করা হয়েছে। এমন রাজনীতি করা যাবেনা যাতে ফ্যাসিবাদের মত দেশ ছেড়ে পালাতে হয়। দুঃশাষন থেকে এই জাতি মুক্তি চায়, জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে।
আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমীর মাষ্টার রুহুল আমিনের সভাপতিত্বে আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতের গণ জামায়াতে এসব কথা বলেন তিনি।
দীর্ঘ ২৮ বছর পর লক্ষ্মীপুরে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর জনসভায় তিনি আরো বলেন, এখনও চাঁদাবাজি হচ্ছে। তাদের বিনয়ের সাথে বলছি, আপনারা এইগুলো থামান। আপনারা যদি খেতে না পারেন আমরা খাবার ব্যবস্থা করব। স্বাধীনতার ৫৪ বছরে অনেক কিছু ঘটে গেছে। দফায় দফায় রক্তের বন্যায় ভেসে গেছে।এই ৫৪ বছরে অনেক দলের শাষন দেখেছি অনেক আদর্শের কথা শুনেছি।
এই জনসভাকে কেন্দ্র করে উচ্ছ্বাসিত ছিলো নেতাকর্মীরা। জনসভায় উপস্থিত ছিলেন- মাওলানা এটিএম মাসুম, সহকারী সেক্রেটারী জেনারেল, কাজী দ্বীন মোহাম্মদ, কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্যমোবারক হোসেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরেজাউল করিম,কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও সেক্রেটারী ঢাকা মহানগর উত্তর, আতিকুর রহমান, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শ্রমিক কল্যান ফেডারেশন।
এছাড়াও চট্টগ্রাম মহানগরীর আমীর শাহাজান চৌধুরী, কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ, ঢাকা মহানগরীর উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এড. আতিকুর রহমান ও ঢাকাস্থ লক্ষ্মীপুর ফোরামের সভাপতি ডা. আনোয়ারুল আজীম’সহ প্রমুখ।
লক্ষ্মীপুরখবর//এএইচ