লক্ষ্মীপুর প্রতিনিধি: অপারেশন ডেভিল হান্টে লক্ষ্মীপুরে ৫টি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগের তিন নেতাকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে ৮ দিনে গ্রেফতার হয়েছেন ৭৬ জন। গ্রেফতারকৃতরা জেলা আওয়ামী লীগ, যুবলীগের নেতা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত থেকে বুধবার বিকাল পর্যন্ত জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা ৪ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলা মামলার সঙ্গে জড়িত রয়েছেন। ওইসব মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশ সুপার আকতার হোসেন বলেন, বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেফতার করা হয়েছে। ডেভিল হান্ট অপারেশন যে অভিযান চলছে, সেটা পরবর্তী নিদের্শনা না দেওয়া পর্যন্ত চলবে।
লক্ষ্মীপুরখবর//এএইচ