লক্ষ্মীপুর প্রতিনিধি: জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়, এই প্রতিপাদ্য বিষয় নিয়ে লক্ষ্মীপুরে শুরু হয়েছে দু’দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলা। লক্ষ্মীপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ কার্যালয় সামনে রোববার সকাল ১০টার দিকে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।
মেলার আয়োজক কমিটি ও অংশ গ্রহণকারী শিক্ষার্থীরা জানায়, মেলায় জেলার বিভিন্ন স্কুল ও কলেজের ২৭টি স্টল অংশ নেয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পরে ক্ষুদে বিজ্ঞানীদের আবিস্কৃত যন্ত্রপাতি ঘুরে দেখেন অতিথিরা।
শিক্ষার্থীদের আবিস্কৃত এসব যন্ত্রপাতি কাজে ব্যবহার করা যায় কিনা, সেটা নিয়ে ভাবা হচ্ছে তা জানিয়ে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, ক্ষুদে শিক্ষার্থীরা নিজেদের আবিস্কৃত উদ্ভাবনী যন্ত্রপাতি তৈরি করে প্রদর্শণ করেছেন। তাদের মেধা-বিকাশে দেশের জন্য কল্যান বয়ে আনবে বলে আশা করেন তিনি।
তিনি আরো বলেন প্রয়োজনে ক্ষুদে শিক্ষার্থীদের উদ্ভাবনী কাজে সহযোগিতা করা হবে। এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামশেদ আলম রানা, সহকারী কমিশনার(ভূমি) অভি দাস, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সালেহ উদ্দিন ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ।
লক্ষ্মীপুরখবর//এএইচ