লক্ষ্মীপুর প্রতিনিধি: তারুণ্যের উৎসব উপলক্ষ্যে লক্ষ্মীপুরে আয়োজন করা হয়েছে দিনব্যাপী বিতর্ক প্রতিয়োগিতা। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে স্কুল ও কলেজ পর্যায়ে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের প্রত্যেকের হাতে বই ও ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসকসহ বিচারকগণ। এর আগে জেলা পর্যায়ে সেরাদের সেরা স্কুল পর্যায়ে লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। কলেজ পর্যায়ে প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এ প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে জেলা প্রশাসন।
জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার, হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ ও কলেজ পর্যায়ে ডেঙ্গু মোকাবেলায় প্রাতিষ্ঠানিকা উদ্যোগের চেয়ে ব্যক্তিগত সচেতনতাই অধিক গুরুত্বপূর্ণ এ দুটি বিষয়ের শনিবার দিনব্যাপী স্কুল ও কলেজ পর্যয়ে বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। এতে স্কুল ও কলেজ পর্যায়ে উপজেলা পর্যায়ের ৫ টি করে ১০টি দল অংশ নেয়।
যুক্তি-পাল্টা যুক্তির লড়াইয়ে রামগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ পর্যায়ে লক্ষ্মীপুর সরকারি কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ান প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজ। এ সময় স্কুল পর্যায়ে শেষ্ঠ বক্তা রামগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী অষ্ঠমী পাল অহনা ও কলেজ পর্যায়ে লক্ষ্মীপুর সরকারি কলেজের শিক্ষার্থী নূরে তাকিয়া ফাইজা শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়।
জেলা প্রশাসক রাজীব কুমার সরকার এর সভাপতিত্বে বিতর্কে বিচারকের দায়িত্বে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি, সম্রাট খীসা, ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী বিলকিস আকতার, সহকারী কমিশনার নুসরাত জাহান, সাজিদা আক্তার সূচনা।
এ ছাড়া মডারেটরের দায়িত্ব পালন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ান ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান। এতে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপ-পরিচালক ও লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক মোঃ জসীম উদ্দিন, সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী,এলডি প্রতিষ্ঠাতা ও সাবেক লক্ষ্মীপুর ডিবেট এর সভাপতি মাজেদ আজাদসহ বর্তমান ডিবেট এর সভাপতি, সমকাল ও একাত্তর টিভির জেলা প্রতিনিধি আতোয়ার রহমান মনির।
লক্ষ্মীপুরখবর//এএইচ