লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর কেরোয়া ইউপি সদস্য এবং যুবলীগ নেতা আরিফুর রহমান আরিফের (৪৮) হত্যা মামলায় এখন পর্যন্ত ৫ জনকে আটকের কথা জানিয়েছেন ময়মনসিংহ পিবিআই।
এরআগে ০১ জানুয়ারি সকালে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের পাশে তারাকান্দা উপজেলার মধুপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে তারাকান্দা থানা পুলিশ। ময়মনসিংহ পিবিআই সূত্রে জানাগেছে এ ঘটনায় নিহতের বৃহস্পতিবার স্ত্রী আয়েশা আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। মামলার পর ঘটনা তদন্তে ও হত্যার রহস্য উদঘাটনে ময়মনসিংহ পিবিআই টিম কাজ শুরু করেন।
পিবিআই পরিদর্শক মোহাম্মদ মোসলে উদ্দিন জানান, আরিফ হত্যার ঘটনায় রহস্য উদঘাটন আসামী গ্রেফতার করতে কয়েকটি দলে বিভাজন হয়ে কাজ করছে। এরমধ্যে এখন পর্যন্ত ৫ জনকে আটক করা হয়। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদের জন্য পিবিআই কার্যালয়ে রাখা হয়। তদন্ত করার সার্থে তাদের নাম ও পরিচয় প্রকাশ না করার অনুরোধ জানান। তিনি আরো জানান, আটকৃতদের নিকট থেকে আরিফ হত্যার রহস্য উদঘাটন সম্ভব হবে আশা করেন তিনি।
এদিকে মামলার বাদী ও নিহত ইউপি সদস্য আরিফের স্থী আয়েশা আক্তার জানিয়েছেন, আরিফ রায়পুর উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং আওয়ামী লীগের সক্রিয় সদস্য ছিলেন। তিনি কেরোয়া ইউনিয়নে একাধিকবার নির্বাচনে ইউপি সদস্য ছিলেন। নির্বাচনকে কেন্দ্র করে আরিফের সঙ্গে স্থানীয় একটি পক্ষের বিরোধ চলছিল। ঘটনার একদিন আগে অজ্ঞাত ব্যক্তিরা তাকে ঢাকার মিরপুরের বাসা থেকে ডেকে নিয়ে যায়। এরপর আরিফ নিখোঁজ। পরে জানতে পারি ময়মনসিংহের হালুয়াঘাট সড়কের পাশে তারাকান্দা উপজেলার মধুপুর গ্রামের থেকে তার মরদেহ উদ্ধার করে তারাকান্দা থানা পুলিশ। তিনি হত্যাকারীদের গ্রেপ্তারসহ দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান বলেছেন, আরিফ হত্যাকাণ্ড কারা করেছে তা উদঘাটনে পুলিশ পিবিআই কাজ করছেন। এরমধ্যে পিবিআই ৫ জনকে আটক করেছেন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ‘তারাকান্দা থানার ওসি মো. টিপু সুলতানের সঙ্গে যোগাযোগ হয়েছে। তিনি জানিয়েছেন, ধারণা করা হচ্ছে পরিকল্পিতভাবে হত্যা করে আরিফের মরদেহ ফেলে গেছে হত্যাকারীরা। কিন্তু কেন বা কীভাবে এ ঘটনা ঘটেছে, তা এখনও জানা যায়নি। প্রকৃত রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়।
লক্ষ্মীপুরখবর//এএইচ