লক্ষ্মীপুর প্রতিনিধি: সাংবাদিক সৈয়দ আহমদ (৫২) আর নেই। শনিবার (১৪ ডিসেম্বর) বিকালে লক্ষ্মীপুরের রায়পুর একটি বেসরকারী হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)।
সাংবাদিক সৈয়দ আহমদ ডায়াবেটিস ও হার্টের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন দীর্ঘদিন। তাঁর বড় ছেলে নাজিম উদ্দিন রিয়াদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জীবিত থাকা অবস্থায় দৈনিক আজকালের খবর পত্রিকার রায়পুর উপজেলা প্রতিনিধি ও স্থানীয় রায়পুর প্রেসক্লাবের সাবেক সহসভাপতি ছিলেন।
শনিবার বিকেলে সাংবাদ সংগ্রহ করতে গিয়ে তিনি ষ্টোক করেন। পরে তাকে উপস্থিত সাংবাদিকরা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি রায়পুর পৌরসভার ১নং ওয়ার্ড পূর্বালাচ গ্রামের মৃত হাজী চাঁদ মিয়ার পুত্র। ব্যাক্তিগত জীবনে তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়ে, আত্নীয় স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন লক্ষ্মীপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের আহবায়ক আতোয়ার রহমান মনির ও সদস্য সচিব আনিস কবির, বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার লক্ষ্মীপুর জেলার সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম,লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহাম্মেদ হেলাল ও সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম পাবেলসহ রায়পুর ও লক্ষ্মীপুরের কর্মরত সাংবাদিকরা।
লক্ষ্মীপুরখবর//এএইচ