লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর রামগতিতে পারিবারিক বিরোধের জের ধরে একই পরিবারের তিনজন সদস্যকে গলাকেটে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন- সখিনা বেগম (৪০), তার ছেলে মাহিন (৬) ও নাতনি ফারিয়া আক্তার (৪)। শনিবার (১৭ আগস্ট) সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে উপজেলা চর পোড়াগাছা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সিদু মিস্ত্রি বাড়িতে ওই ঘটনা ঘটে।
চরপোড়াগাছা ইউনিয়ন ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য হুমায়ুন কবির সবুজ বলেন, ঘাতক তারেককে আটক করা হয়েছে। তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে।
স্থানীয়দের বরাতে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন গণমাধ্যমকে জানান, সিদু মিস্ত্রির আগের সংসারের ছেলে মোহাম্মদ রিপন ঢাকায় থাকতেন। দুদিন আগে বাড়িতে ফেরেন তিনি। শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিতে ঘরের মধ্যেই তিনি তার সৎ মা, ছোট ভাই এবং ভাগ্নিকে গলাকেটে হত্যা করেন।
এ সময় বাবা সিদু মিস্ত্রি বাড়িতে ছিলেন না। হত্যাকাণ্ডের পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা রিপনকে ধরে ফেলেন। খবর পেয়ে রামগতি থানা পুলিশ ঘটনাস্থলে আসলে জনতা রিপনকে পুলিশে কাছে সোপর্দ করেন।
লক্ষ্মীপুরখবর//এএইচ