লক্ষ্মীপুর প্রতিনিধি: তৃতীয় ধাপের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে লক্ষ্মীপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে বিপুল ভোট ব্যবধানে জয় পেয়েছেন কাপ পিরিচ প্রতীকের প্রার্থী একেএম সালাহ উদ্দিন টিপু। তিনি জেলা যুবলীগ সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান।
এ নিয়ে তিনবার তিনি বিজয়ী হলেন। বুধবার (২৯ মে) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকাল ৪ টায় শেষ হয় ভোটগ্রহণ। রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তা ফলাফল ঘোষণা করেন।
বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী, লক্ষ্মীপুর সদর উপজেলার ২১টি ইউনিয়নের ১৯২ কেন্দ্রের চূড়ান্ত ফলাফলে টিপু পেয়েছেন ৬৯ হাজার ৭০৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাড. রহমত উল্যাহ বিপ্লব ঘোড়া প্রতীকে পেয়েছেন মাত্র ৬ হাজার ৩৯৭ ভোট। ফলে ৬৩ হাজার ৩০৭ ভোটের ব্যবধানে জয় পান সালাহ উদ্দিন টিপু।
এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে বই প্রতীক নিয়ে ৩৩ হাজার ৬১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো. ইউছুফ পাটওয়ারী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাইক প্রতীক নিয়ে মো. হাফিজ উল্যাহ পেয়েছেন ৩১ হাজার ১৫৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী খালেদা আক্তার হাঁস প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ৭১৫ ভোট। তিনি বর্তমান উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
এদিকে এ উপজেলায় চেয়ারম্যান পদে ১ জন ছাড়া আর কোনো হেভিওয়েট প্রার্থী না থাকায় ভোট নিয়ে সাধারণ ভোটারদের মাঝে উৎসাহ আমেজ পরিলক্ষিত হয়নি। তাই ভোটের শুরুতে কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীকে অলস সময় কাটাতে দেখা গেছে।
উল্লেখ্য, লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ২০১৪ সালে আওয়ামী লীগ মনোনীত এবং ২০১৮ সালে নৌকার বিদ্রোহী প্রার্থী হিসেবে জয় লাভ করেন টিপু।
লক্ষ্মীপুরখবর//এএইচ