লক্ষ্মীপুর প্রতিনিধি: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন দ্বিতীয় ধাপে লক্ষ্মীপুরের রামগঞ্জ ও রায়পুর উপজেলায় ভোট গ্রহন চলছে। মঙ্গলবার (২১ মে) সকাল ৮টায় শুরু হয়েছে ভোটগ্রহণ। টানা চলবে বিকাল ৪টা পর্যন্ত। এ দুই উপজেলা ভোটাররা ভোট দিচ্ছেন ব্যালটে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রমতে, রায়পুর উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়াম্যান পদে রয়েছেন ৩জন। ভোট কেন্দ্র রয়েছেন ৭৯টি, মোট ভোটার সংখ্যা ২ লাখ ৪৬ হাজার ৮শত ৬৮জন।
রামগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ৪জন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩ জন। এবং মহিলা ভাইস চেয়াম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪জন। ১০২ টি ভোট কেন্দ্রে ২লাখ ৬৪ হাজার ৬শত ২৮জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
লক্ষ্মীপুরখবর//এএইচ