শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
লক্ষ্মীপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছে ২৩ হাজারের বেশি শিক্ষার্থী লক্ষ্মীপুরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, হত্যা মামলায় আসামি ২০০ শেখ হাসিনার ভূত এখনো দেশে আছে, এই ভূতের নাম সংবিধান: কবি ফরহাদ মজহার বিএনপির দু’পক্ষের সংঘর্ষে উত্তপ্ত রায়পুরে ফের হামলা, অগ্নিসংযোগ লক্ষ্মীপুরে দুই গ্রুপের সংঘর্ষে নিহত এক , নেপথ্যে দখলদারিত্ব লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, আহত- ৩ লক্ষ্মীপুরে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবা’র ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ এ্যানি’র দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে তারেক রহমানের নেতৃত্বে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি রাজনৈতিক দলগুলো প্রস্তুতি নিক, নির্বাচন হবে: তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জমি বিরোধ নিয়ে আতঙ্কে এক শিক্ষক পরিবার, সেনা সদস্যদের পরিদর্শন

দ্বিতীয় ধাপে রায়পুর উপজেলা পরিষদের নির্বাচন আগামীকাল

রিপোর্টার / ১৩১ বার দেখা হয়েছে
আপডেট সোমবার, ২০ মে, ২০২৪

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে আগামীকাল মঙ্গলবার (২১ ই মে) জেলার রায়পুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

১টি পৌরসভা ও ১০ ইউনিয়নের মধ্যে রায়পুর পৌরসভা, উত্তর চর আবাবিল, উত্তর চরবংশী, চরমোহনা, সোনাপুর, চরপাতা, কেরায়া, বামনী, দক্ষিন চরবংশী, দক্ষিন চর আবাবিল, রায়পুর এই ১০ টি ইউনিয়নের ৭৯টি ভোট কেন্দ্রে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণে সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে।

এই উপজেলার নির্বাচনে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী অংশ নিচ্ছেন।

উপজেলা নির্বাচন অফিস সূএমতে, আগামীকাল নির্বাচনে উপজেলার মোট ২ লাখ ৪৭ হাজার ১৩১ জন ভোটার ৭৯ টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এদেরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৭ হাজার ৫০২ জন, নারী ভোটার ১ লাখ ১৯ হাজার ৩৬৬ জন। এছাড়া মোট ৭৯ টি কেন্দ্রের মধ্যে ৭৯টি কেন্দ্র গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হয়েছে। এসব কেন্দ্রের জন্য নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

কমলনগর উপজেলা নির্বাহী অফিসার ও সহরিটার্নিং কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস বলেন, আগামীকাল রায়পুর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের জন্য আমরা সকলে কাজ করছি।

তিনি আরও জানান, ইতোমধ্যে নির্বাচনে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণে পুলিশ, আনসার, কোস্টগার্ড ও বিজিবি’র সমন্বয়ে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উপজেলা পরিষদ নির্বাচনে প্রত্যেক ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। একই সাথে প্রত্যেক উপজেলায় ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবে।

লক্ষ্মীপুর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারেক বিন রশিদকে বলেন, আগামীকাল লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ১০টি ইউনিয়নে ও রাম উপজেলার ১০টি মোট ২০টি ইউনিয়নে রায়পুর উপজেলার ৭৯টি এবং রামগঞ্জ উপজেলার ১০২টি মোট ১৮১টি কেন্দ্রে নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে জেলা পুলিশ সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে। বিভিন্ন কেন্দ্রের গুরুত্ব বিবেচনা করে পুলিশের সংখ্যা কম বেশি রাখা হবে। প্রত্যেকটি কেন্দ্র নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হবে।

 

লক্ষ্মীপুরখবর//এএইচ


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভস

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১