প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুর রায়পুরে বাংলা নববর্ষ উপলক্ষ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২২ এপ্রিল) উপজেলা প্রশাসন আর্ট স্কুলের আয়োজনে দিনব্যাপি এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করে।
বাংলা নববর্ষ, অসাম্প্রদায়িক চেতনা ও বঙ্গবন্ধু বিষয়ে রচনা প্রতিযোগীতা এবং বৈশাখী মেলা ও উন্মোক্ত বিষয়ের উপর চিত্রাংকন প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় আর্ট স্কুলের অধ্যক্ষ শংকর মজুমদার, চিত্রাংকণ প্রশিক্ষক আবুল কাসেম খোকা প্রমুখ উপস্থিত ছিলেন।
লক্ষ্মীপুরখবর//এএইচ