লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে ৩৪ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ ও মৎস্য বিভাগ। এসময় জব্দ করা হয় ৬ টি ইঞ্জিন চালিত নৌকা ৫০ হাজার মিটার কারেন্ট জাল, ৩৩ বাঁশের খুঁটি ও ৫টি চর গেরা জাল।
মঙ্গলবার (০২ এপ্রিল ) সকালে মেঘনা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক সবাই কমলনগর, নোয়াখালী ও লক্ষ্মীপুর সদর উপজেলার বাসিন্দা। পরে বেলা সাড়ে ১১টায় সদর উপজেলার মজুচৌধুরীর হাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক জেলেদের ৩২ হাজার টাকা অর্থদণ্ড করে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
একই সঙ্গে অভিযানে জব্দকৃত ৫০ হাজার মিটার কারেন্ট জাল, ৩৩ বাঁশের খুঁটি ও ৫ টি চর গেরা জাল পুড়িয়ে বিনষ্ট একং ৪০ কেজি জাটকাসহ স্থানীয় দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়। অর্থদণ্ড দেন জেলা প্রাশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন-
জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলামসহ নৌ-পুলিশের ইনচার্জ এস আই জাহাঙ্গীর আলমসহ নৌ-পুলিশ সদস্যরা। অর্থদন্ডপ্রাপ্ত জেলেরা হলো, নোয়াখারী ও লক্ষ্মীপুর সদরসহ কমলনগর উপজেলার চরবশু এলাকার বেলাল হোসেন, ইমাম আলী, রাকিব হোসেন, দুলাল,মো: সুমন, করিম, মান্নান, রিয়াজ, বেলাল, সেলিম, সিরাজ, নাছির উদ্দিন, দেলোয়ার, ফয়সাল, রুবেল, খোরশেদ আলম, আব্দুল হাসিম, মিলন, রহিম, ফিরোজ, হেলালসহ ৩৪ জন।
জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, জাটকা সংরক্ষণ লক্ষ্যে মার্চ-এপ্রিল দুই মাস মেঘনা নদীতে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। জাটকা সংরক্ষণ অভিযান সফল করতে মঙ্গলবার সকালে মেঘনার বিভিন্ন স্থানে মৎস্য অধিদপ্তর ও নৌ-পুলিশের যৌথ অভিযান চালানো হয়।
এসময় ৬ টি ইঞ্জিন চালিত নৌকাসহ ৩৪ জেলেকে আটক করা হয়। অভিযানে জব্দ হওয়া ৫০ হাজার মিটার কারেন্ট জাল,৩৩ বাশের খুঁটি ও ৫ টি চর গেরা জাল পুড়িয়ে বিনষ্ট ও ৪০ কেজি জাটকাসহ স্থানীয় দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।
লক্ষ্মীপুরখবর//এএইচ