শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
লক্ষ্মীপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছে ২৩ হাজারের বেশি শিক্ষার্থী লক্ষ্মীপুরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, হত্যা মামলায় আসামি ২০০ শেখ হাসিনার ভূত এখনো দেশে আছে, এই ভূতের নাম সংবিধান: কবি ফরহাদ মজহার বিএনপির দু’পক্ষের সংঘর্ষে উত্তপ্ত রায়পুরে ফের হামলা, অগ্নিসংযোগ লক্ষ্মীপুরে দুই গ্রুপের সংঘর্ষে নিহত এক , নেপথ্যে দখলদারিত্ব লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, আহত- ৩ লক্ষ্মীপুরে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবা’র ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ এ্যানি’র দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে তারেক রহমানের নেতৃত্বে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি রাজনৈতিক দলগুলো প্রস্তুতি নিক, নির্বাচন হবে: তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জমি বিরোধ নিয়ে আতঙ্কে এক শিক্ষক পরিবার, সেনা সদস্যদের পরিদর্শন

রায়পুরে ইউপি সদস্যের নেতৃত্বে প্রবাসীর বাড়িতে হামলা-ভাঙচুর

রিপোর্টার / ১৭৫ বার দেখা হয়েছে
আপডেট সোমবার, ১ এপ্রিল, ২০২৪

রায়পুর সংবাদদাতা: লক্ষ্মীপুরের রায়পুর ৩নং চর মোহনা ইউপির আবদুল হাই কাজী বাড়ির প্রবাসী সোহাগ কাজীর বসতঘরে স্থানীয় ৮নং ওয়ার্ড ইউপি সদস্য মুরাদ বাহাদুরের নেতৃত্বে হামলার অভিযোগ উঠেছে।

জানা যায়, গত শুক্রবার (২৯ মার্চ) রাতে এমন ঘটনা ঘটে। হামলার শিকার প্রবাসী সোহাগের প্রতিবেশীরা জানিয়েছেন, কিশোর গ্যাংয়ের মধ্যকার চলা একটি দ্বন্দ্ব থামাতে গেলে তার ওপর ক্ষিপ্ত হয় স্থানীয় প্রভাবশালী সন্ত্রাসী নুর নবী বাহাদুর (৩৬)। পরে নুর নবীর ভাই লাতু বাহাদুর যুক্ত হয় সেখানে।

এ সন্ত্রাসী কার্যক্রমে বাধার খবর পেয়ে সেখানে হাজির হয় ইউপি সদস্য মুরাদ। ঘটনার রাতে সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত ভুক্তভোগী সোহাগ কাজীর বসতঘরে ৮০ থেকে ১শ জনের দলবল নিয়ে ভাঙচুর চালায় অভিযুক্ত মুরাদ।

হামলার সময় অসুস্থ হয়ে পড়েন প্রবাসী সোহাগের বাবা হোসেন কাজী (৬৫)। আকস্মিক ঘটনায় তিনি হার্ট অ্যাটাক করলে তাকে সন্ত্রাসীদের হামলার মুখে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। হামলার পর প্রাণনাশের হুমকি ও প্রাণ ভয়ে বাড়ি ছাড়েন প্রবাসী সোহাগের পরিবার।

রোববার (৩১ মার্চ) সৌদিআরব প্রবাসী সোহাগ বলেছেন, আমি কিশোর গ্যাংয়ের মারামারি থামাতে গেলে আমার উপর অতর্কিত হামলা চালায় নুর নবী বাহাদুর। নুর নবী বাহাদুর এলাকার চিহ্নিত সন্ত্রাসী। পরে তার ভাই লাতু বাহাদুর ও তাদের ভাতিজা ইউপি সদস্য মুরাদ নিজেদের দলবল নিয়ে আমার বসতঘরে হামলা ও ভাঙচুর চালায়।

প্রবাসী সোহাগ আরও জানিয়েছে, আমাকে’সহ পরিবারের সবাইকে প্রাণনাশের হুমকি দেয় নুর নবী বাহাদুর। আমি ভয়ে আজ ৩ দিন বাড়ি ছাড়া আছি। তাদের ভয়ে মামলাও করতে পারছি না। তারা এলাকায় বলে বেড়াচ্ছে, রায়পুর থানার ওসিসহ সবাই তাদের দলে। তারা ওসি ও থানাকে জানিয়েই আমার বাড়িতে হামলা করেছে।

এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য মুরাদ বাহাদুর বলেছেন, আমরা হামলা চালিয়েছি। সেদিন সুযোগ পেলে সোহাগসহ তার পরিবারকে জবাই করে দিতাম। তার বাবার দোকানের তালা গতকাল (শনিবার) রাতে ভাঙতে পারিনি, নয়তো লুটিয়ে দিতাম। তাদেরকে আমরা জবাই করব। রায়পুর থানার ওসি জানে, পুলিশ জানে, পুলিশ প্রশাসন আমাদের পক্ষে।

এ ঘটনাকে কেন্দ্র করে আরেক অভিযুক্ত নুর নবী বাহাদুর বলেছেন, তাদের কোনো ছাড় নেই। আমরা সুযোগ পেলেই তাদের জবাই করব।

এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইয়াছিন ফারুক মজুমদার বলেন, আমরা কোনো নির্দেশনা দেইনি। কোনো অভিযোগও পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

লক্ষ্মীপুরখবর//এএইচ


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভস

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০