আব্দুর রহমান বিশ্বাস (লক্ষ্মীপুর)সংবাদদাতা: “বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি” এ প্রতিপাদ্য’কে সঙ্গে নিয়ে (৪-৫ ফেব্রুয়ারি) ২ দিনব্যাপি লক্ষ্মীপুরে সদর উপজেলা পর্যায়ে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা পুরস্কার বিতরণের মাধ্যমে সম্পূর্ণ হয়েছে।
গতকাল লক্ষ্মীপুর সদর উপজেলার স্কুল-কলেজসহ ২৭টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে জাতীয় বিজ্ঞান, প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে জেলা প্রশাসক সুরাইয়া জাহান বেলুন উড়িয়ে দুইদিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন।
মেলায় লক্ষ্মীপুর সরকারি কলেজ শিক্ষার্থীরা বায়োফ্লোক পদ্ধতিতে মাছ চাষ, লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় নবায়নযোগ্য আদর্শ গ্রাম,ভবানীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় গ্রামীণ নগরায়ণ, পৌর শহিদ স্মৃতি একাডেমি সহজলভ্য গ্যাস প্রকল্প সহ ২৭টি প্রতিষ্ঠানই অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিভিন্ন প্রদর্শনী দেখিয়েছে।
মেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার মহামান্য জেলা প্রশাসক সুরাইয়া জাহান।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক সাজিয়া পারভিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহের নিগার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আক্তার হোসেন শাহিন, উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাউদ্দিন টিপু, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মকবুল হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, পড়াশুনার পাশাপাশি নিজেদের সৃজনশীল করে তুলতে হবে। বিভিন্ন রকমের প্রযুক্তি আবিষ্কার করতে হবে যা দেশের স্বার্থে, মানুষের স্বার্থে কাজে আসি। সত্যিই মেলাটি অসাধারণ হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের ছেলে মেয়েরা এত কিছু আবিষ্কার করতে পারে তা হয়তো আমাদের ধারনার বাহিরে ছিল।
এছাড়াও বিভিন্ন অতিথিগণ সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমাদের আরও ভালো করার চেষ্টা করতে হবে। আমরা যাতে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করতে পারি সেই ধারাবাহিকতায় কাজ করতে হবে। সকল শিক্ষকরা তাদের শিক্ষার্থীদের সহযোগিতা করে ভালো পর্যায়ে নিয়ে যেতে হবে।
লক্ষ্মীপুরখবর//এএইচ