শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
লক্ষ্মীপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছে ২৩ হাজারের বেশি শিক্ষার্থী লক্ষ্মীপুরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, হত্যা মামলায় আসামি ২০০ শেখ হাসিনার ভূত এখনো দেশে আছে, এই ভূতের নাম সংবিধান: কবি ফরহাদ মজহার বিএনপির দু’পক্ষের সংঘর্ষে উত্তপ্ত রায়পুরে ফের হামলা, অগ্নিসংযোগ লক্ষ্মীপুরে দুই গ্রুপের সংঘর্ষে নিহত এক , নেপথ্যে দখলদারিত্ব লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, আহত- ৩ লক্ষ্মীপুরে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবা’র ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ এ্যানি’র দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে তারেক রহমানের নেতৃত্বে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি রাজনৈতিক দলগুলো প্রস্তুতি নিক, নির্বাচন হবে: তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জমি বিরোধ নিয়ে আতঙ্কে এক শিক্ষক পরিবার, সেনা সদস্যদের পরিদর্শন

লক্ষ্মীপুরে কালেক্টরেট স্কুল এন্ড কলেজে নবীণবরণ অনুষ্ঠিত

রিপোর্টার / ১৪০ বার দেখা হয়েছে
আপডেট মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪

লক্ষ্মীপুর প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে লক্ষ্মীপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো নবীণবরণ, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সোমবার (০৫ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় কালেক্টরেট স্কুল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

এ সময় প্রধান অতিথি জেলা প্রশাসক ও প্রতিষ্ঠানটির সভাপতি সুরাইয়া জাহান ও প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে জাতীয় পতাকা ও ক্রিয়া পতাকা উত্তোলন করা হয়।

প্রতিষ্ঠনটির সহকারী শিক্ষক মল্লিকা সাহার পরিচালনায় ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ রীনা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আক্তার হোসেন শাহীন, স্থানীয় সরকারের উপপরিচালক সাজিয়া পারভিন।

এ সময়ে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের কমিটি সদস্য এম.এ.এইচ আজাদ, জেলার ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মী’সহ প্রতিষ্ঠানটির শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সুরাইয়া জাহান বলেন, শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের আরও যত্নশীল হতে হবে, যাতে করে তারা তাদের লক্ষ্যে পৌঁছাতে পারে। বাচ্চারা ৬/৭ ঘন্টা স্কুলে থাকে ও বাকি সময় বাসায় থাকে। বাসায় বাচ্চারা যাতে ফোন নিয়ে সময় নষ্ট না করে এজন্য পাঠ্যবইয়ের পাশাপাশি গল্পের বইয়ের সাথে তাদের পরিচয় করিয়ে দিতে হবে। তাদেরকে স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর হিসেবে তৈরি করতে হবে।

এছাড়াও শিক্ষার্থীদের লক্ষ্যে পৌঁছানোর জন্য শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সবাই’সহ প্রতিষ্ঠানের শিক্ষকের কাজ করে যেতে হবে বলে জানান তিনি।

সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন শতাধিক শিক্ষার্থীরা। গান, নাচ ও অভিনয়ের মাধ্যমে পুরো ক্যাম্পাস মাতিয়ে রাখেন তারা।

 

 

লক্ষ্মীপুরখবর//এএইচ


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভস

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯