লক্ষ্মীপুর-৪ আসনে উঠান বৈঠকে নারী পুরুষের ঢল। ট্রাক প্রতীকে শ্লোগানে মুখরিত।
লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর ৪ আসন কমলনগর হাজিরহাট চর জাঙ্গালিয়ায় ট্রাক প্রতীকের প্রার্থী ইস্কান্দার মির্জা শামীম এর উঠান বৈঠকে নারী পুরুষের ঢল। ট্রাক প্রতীকে শ্লোগানে মুখরিত হয়েছে। শনিবার সাড়ে ৭ টার দিকে লক্ষ্মীপুর-৪ ( রামগতি-কমলনগর) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা ইস্কান্দার মির্জা শামীম এর ট্রাক প্রতীকের উঠান বৈঠকে মানুষের ঢল নামে।
এসময় ইস্কান্দার মির্জা শামীম এর সমর্থকরা বিভিন্ন গ্রাম থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে ভাষানিয়ার উঠান বৈঠকে আসে। উঠান বৈঠকে বক্তব্য রাখেন ইস্কান্দার মির্জা শামীম এর স্ত্রী নুর জাহান বেগম হ্যাপী । তিনি বলেন, তার স্বামী একজন বড় মাপের ঠিকাদার ও ট্রাক প্রতীকের প্রার্থী তাকে নির্বাচিত করা হলে এলাকার রাস্তাঘাট এমন কী নদী রক্ষা বেড়িবাধ পাকা করে দেওয়ার ঘোষণা দেন। এসময় ট্রাকের শ্লোগানে মুখরিত হয়ে ওঠে উঠান বৈঠক স্থল।