লক্ষ্মীপুর প্রতিনিধি: স্বোচ্ছাসেবী ও যুব সংগঠন “কমিট টু চেঞ্জ” এর লক্ষ্মীপুর জেলার কমিটি গঠন করা হয়েছে। আজ শুক্রবার (২৯ ডিসেম্বর) ৭ সদস্যের কমিটিতে প্রেসিডেন্ট হিসেবে জান্নাত মেহবুবা ভাইস প্রেসিডেন্ট নাজনীন আরা প্রীতি ও জেনারেল সেক্রেটারি পদে নুরউদ্দিন জাবেদ মনোনীত হয়েছেন।
এ ছাড়াও অর্গ্যানিসিং সেক্রেটারি জাহিদুল ইসলাম শুভ, ফাইন্যান্স সেক্রেটারি ফারহানা ইয়াসমীন পাটোয়ারী, সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি মারিয়া আক্তার ও রাবেয়া আক্তার মিডিয়া এন্ড কমিনিউকেশনে সেক্রেটারি পদে মনোনীত হয়েছেন।
সংগঠন সূত্রে জানা গেছে, ‘কমিট টু চেঞ্জ’ এসডিজির ১৭টি গোল বাস্তবায়ন করার জন্য কাজ করে যাচ্ছে।এ সংগঠনটি প্রর্যায়ক্রমে বাকি সব জেলা-উপজেলায় টিম গঠন করবে বলেও জানায়।
লক্ষ্মীপুরখবর//এএইচ